নদীতে বাঁধ নির্মাণ নিয়ে মুখোমুখি ইরান-আফগানিস্তান
হারিরুদ নদীতে আফগানিস্তানের পাশদান বাঁধ নির্মাণ নিয়ে প্রতিবাদ জানিয়েছে ইরান। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আশা করি নদীতে পানির প্রবাহ স্বাভাবিক রাখতে যে বাধা তৈরি হয়েছে আফগানিস্তান তা অপসারণ করবে।
ইরান ও আফগানিস্তানের মধ্যে৯০০ কিলোমিটারের বেশি সীমান্ত আছে। হারিরুদ নদীর পানি আফগানিস্তান, ইরান ও তুর্কিমিনিস্তান –তিনটি দেশ ব্যবহার করে থাকে। ইরান বলছে, বাঁধ নির্মাণের কারণে দেশটির পূর্বাঞ্চলে থাকা খোরাশান রাজাভি রাজ্যের ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে আফগান কর্মকর্তারা জানিয়েছে, পাশদান বাঁধ কৃষিকাজের জন্য প্রয়োজন। অন্যদিকে দেশটির জ্বালানি ও পানি মন্ত্রণালয় বলছে, পাশদান বাঁধ নির্মাণের পাশাপাশি হারিরুদ নদীতে আরও দুটি অতিরিক্ত বাঁধ নির্মাণ করবেন তারা।
এনএস/