সভাপতি ফারুকের আচরণে বিসিবি ছাড়তে চান ফাহিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অল্প কিছু দিন হয় দায়িত্ব নিয়েছেন নাজমূল আবেদীন ফাহিম। বিসিবির পরিচালক পদে দায়িত্ব নিয়েছেন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডে। এবার সভাপতি ফারুকের সঙ্গেই কিছুটা সম্পর্কের টানাপোড়ন দেখা দিয়েছে ফাহিমের।
সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ফাহিম বিষয়টি তুলে এনেছেন। যদিও ঘটনার বিস্তারিত খোলাসা করেননি তিনি। তবে তার কথায় স্পষ্ট অনেক বিষয় নিয়েই সমস্যা হচ্ছে বিসিবিতে কাজ করতে।
সাক্ষাৎকারে ফাহিম বলেন, ‘বিসিবি সভাপতির সেই মন্তব্য আমি পুনরায় বলতে চাই না। তবে সেটি আমাকে খুবই আশাহত করেছে। আমি জানিনা কেন তিনি এতগুলো মানুষের সামনে এমন মন্তব্য করলেন। পরিচালকদের যে জায়গা দেয়া দরকার, সেটি কতটা বিসিবি প্রেসিডেন্ট দিতে চান, তা স্পষ্ট নয়। আমার কথা কিছুটা ভিন্ন হতে পারতো। কারণ, আমরা দুজনই নতুন এসেছি। সেখানে আমাদের মধ্যে একসাথে কাজ করার যে ব্যাপারটা, সেখানে এ ধরনের মন্তব্য সমীচীন নয়।’
রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতি পদে আসেন ফারুক আহমেদ। পরিচালক পদে যোগ দেন নাজমূল আবেদীন। তারা দুজনেই ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বিসিবিতে আসেন।
সাক্ষাৎকারে ফারুক আহমেদ আরও বলেন, ‘আমার অনেক সময় মনে হয় বোর্ডের বাইরে থাকতে পারলেই মনে হয় ভালো হবে। কারণ, আমি বোর্ডের বাইরে থেকে যে ভূমিকা রাখতে পারি বা যে আলাপ-আলোচনা করতে পারি, সেটি এখানে থেকে করা সম্ভব নয়। যদি বোর্ডে থাকি তাহলে আমাকে কাজ করতে দিতে হবে। কাজ না করতে পারলে তার চেয়ে বাইরে থাকাই ভালো।’
এম এইচ//