সভাপতি পদ ছাড়ছেন না ফারুক আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ ছাড়ছেন না ফারুক আহমেদ। বৃহস্পতিবার (২৯ মে) বর্তমান সভাপতি গণমাধ্যমে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। এর আগে গতকাল বিসিবি সভাপতি ফারুকের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
গুঞ্জন ছড়িয়ে পড়ার কারণ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে গতকাল দেখা করেন ফারুক। সেই সাক্ষাতে ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে বর্তমান বিসিবি সভাপতিকে জানানো হয়, বোর্ডের শীর্ষপদে পরিবর্তন আনতে চান তারা।
এরপর থেকেই গুঞ্জন শুরু হয়ে যায়। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আসতে পারেন এই দায়িত্বে, এমন খবর ভাসতে থাকে। এমনকি গণমাধ্যমে আমিনুল ইসলাম জানিয়েছেন, বিসিবির যেকোনো দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।
এমএইচ//