ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট চালুর ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (০৬ জানুয়ারি) আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ‘সরকার সব পাসপোর্টকে ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার চেষ্টা করছে। এই বছরেই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন হবে। আমার দায়িত্বকালেই এটি শেষ করতে চাই।’
এছাড়া পাসপোর্ট অফিসগুলোর সেবার মান উন্নত করার বিষয়ে তিনি বলেন, এখনো পাসপোর্ট পেতে অনেক সময় লাগে, কাজ দ্রুত করার নির্দেশনা দেয়া হয়েছে।
রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারের সুযোগ না দিতে সরকারের কঠোর অবস্থানও তুলে ধরেন তিনি।
পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল করা হবে কিনা, এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এটি তুলে দিলে কি উপকার হবে বা কী সমস্যার মুখোমুখি হতে হবে— সব কিছুই বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
এছাড়া যারা বাংলাদেশে ভিসা ছাড়া অবস্থান করছেন, তাদের ৩১ জানুয়ারির মধ্যে ভিসা সংগ্রহ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এসি//