ক্রিকেট

সিলেটের রানের পাহাড় সহজেই টপকালো রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ২০৬ রানের টার্গেট দেয় সিলেট স্ট্রাইকার্স। তবে সেই রান সহজেই টপকে যায় রংপুর। অ্যালেক্স হেলসের সেঞ্চুরির সাথে সাইফ হাসানের ৮০ রানের ইনিংসে ৮ উইকেট ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের দল।

সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খালি হাতে ফিরে যান আজিজুল হাকিম। তিনে খেলতে নামা সাইফ হাসানকে নিয়ে ১৮৬ রানের জুটি গড়েন হেসল। ৮০ রান করে সাইফ আউট হয়ে গেলেও জয় পর্যন্ত ক্রিজে থাকেন হেলস।  ৫৬ বলে ১১৩ রান করে অপরাজিত থাকেন এই ইংলিশ ক্রিকেটার।

এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে সিলেটকে দুর্দান্ত শুরু এনে দেন রনি তালুকদার ও জর্জি মানজি।  দুজনের ব্যাট থেকে আসে ৪৭ রান। তবে ১২ বলে ১৮ রান করে আউট হন মানজি।

তিনে ব্যাট করতে নামা জাকির হাসানকে সঙ্গে নিয়ে ৩৬ বলে ফিফটি তুলে রনি। তবে ৩২ বলে ৫৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান এই ওপেনার।  

১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন আইরিশ ব্যাটার পল স্ট্রালিং। তবে এক প্রান্ত আগলে ৩৬ বলে ফিফটি তুলে নেন জাকির।  ১৯তম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ আউট হন জাকির। ২০তম ওভারে জাকের আলী ৩ এবং অ্যারন জোন্সের ১ ছক্কাতে ২৭ রান তোলে সিলেট। এতে জাকেরর ৫ বলে ২০ রান এবং অ্যারন জোন্সের ১৯ বলের অপরাজিত ৩৮ রানের সুবাদে বড় সংগ্রহ পায় সিলেট।

রংপুরের হয়ে দুই উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়াও মাহেদী হাসান ও আকিভ জাভেদ নেন একটি করে উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন