কুমড়ো ত্বকের কী কী উপকার করে, জেনে নিন
খিচুড়ি হোক কিংবা নিরামিষ তরকারি, কুমড়ো থাকলে জমে যায়। শুধু রান্নায় নয়, কুমড়ো চাইলে রূপচর্চাতেও ব্যবহার করতে পারেন। কুমড়ো মাখার কথা শুনে আঁতকে উঠতে পারেন অনেকেই। তবে ত্বকের জন্য কুমড়ো ভীষণ উপকারী। কুমড়োয় আছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা বলিরেখা দূর করতে সাহায্য করে। ত্বক টান টান রাখতেও কুমড়োর দারুণ উপকারী। কুমড়োর ব্যবহারে মসৃণ হয় ত্বক। ত্বকে আসে আলাদা দীপ্তি। এবার প্রশ্ন হল রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন কুমড়ো? চেনা এই সব্জি দিয়ে তৈরি করে নিতে পারেন ফেসপ্যাক।
কুমড়োর ফেসপ্যাক তৈরি করতে কী কী প্রয়োজন?
আধ কাপ কুমড়ো, ১ টেবিল চামচ মধু এবং এক চিমটে দারচিনি গুঁড়ো। প্রতিটি উপকরণ একসঙ্গে মিশিয়ে থকথকে মিশ্রণ তৈরি করে ত্বকে ব্যবহার করুন।
রোদে পোড়া দাগছোপ দূর করতেও কুমড়ো ভীষণ উপকারী। ঘাড়, হাত কিংবা শরীরের অন্যান্য অংশের ট্যান দূর করতে এই প্যাক ব্যবহার করতে পারেন। সুফল পাবেন।কী
আরও যে উপকার পাওয়া যাবে কুমড়োর প্যাক ব্যবহার করলে
১. কোলাজেন হল ত্বকের পুষ্টি। কুমড়ো ত্বকে কোলাজেন বৃদ্ধি করে। ফলে ত্বক টান টান এবং একই সঙ্গে মসৃণ হয়।
২. সানস্ক্রিনের কাজ করে কুমড়ো। এই সবজিতে জিঙ্কের পরিমাণ অনেক বেশি। সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে কুমড়ো। ফলে ট্যান পড়তে পারে না।
৩. এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে কুমড়ো। ত্বকে মরা চামড়া জমে জেল্লা ঢাকা পড়ে যায়। কুমড়ো মরা চামড়ার আস্তরণ সরিয়ে দেয়।
জেএইচ