সাকিবের বোলিং পরীক্ষা ও ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটেনি
সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বিষয়ক ধোঁয়াশা থামছেই না! লন্ডনে প্রথমবার অ্যাকশন পরীক্ষা দেয়ার পর সাকিব পাশ করতে পারেননি। এরপর গত ২১ ডিসেম্বর চেন্নাইতে আবারও বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেই পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি। তবে বিসিবির কাছে আসা অনানুষ্ঠানিক ফলাফলে জানা যায়, সাকিব সেই পরীক্ষাতেও পাশ করতে পারেননি।
আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম বলছে, কোনো বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর দুই বছরের মধ্যে যদি আরেকবার নিষিদ্ধ হয়, তবে তিনি পরের এক বছর বোলিং করতে পারবেন না। ওই এক বছরের মধ্যে তিনি অ্যাকশন শোধরানোর পরীক্ষাও দিতে পারবেন না।
বাংলাদেশের একটি শীর্ষ দৈনিকের বরাতে জানা যায়, বিসিবি একটি সূত্র জানিয়েছে, চেন্নাইতে সাকিবের যে পরীক্ষাটি হয়েছে, সেখানে কারিগরি ত্রুটি থাকতে পারেন বলে তারা জেনেছেন। এমন অবস্থায় আবারও তিনি পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন- এমনটি জানা যাচ্ছে।
সবমিলিয়ে সাকিবের বোলিং অ্যাকশন বিষয়ক পুরো তথ্য এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। যেহেতু আনুষ্ঠানিক কোনো ঘোষণা দায়িত্বশীল কোনো জায়গা থেকে আসেনি।
এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলে জানা যাবে, সাকিবের বিষয়ে কী সিদ্ধান্ত হতে যাচ্ছে।
এম এইচ//