প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের মাইলফলক
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। এই তালিকায় বিশ্বের মধ্যে ৩৪তম ব্যাটার তিনি।
আজ সিলেটের মাঠে অনুষ্ঠিত হচ্ছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ম্যাচ। ম্যাচটি ৭ হাজা ৯৯১ রান নিয়ে শুরু করেন তামিম। চার ওভার শেষ করে ১২ বলে ৪ রান ছিল তার ব্যাটে। এরপর পঞ্চম ওভারে শেখ মেহেদীর চতুর্থ বলে বাউন্ডারির সাহায্য ৭ হাজার ৯৯৯ রানে পৌঁছে তার রান। একই ওভারের ষষ্ঠ বলে আরেকটি বাউন্ডারির সাহায্যে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম।
এই ম্যাচে ৩৪ বল খেলে ৪০ রানে আউট হন এই দেশসেরা ওপেনার।
২৭২ ম্যাচ ও ২৭১ ইনিংস খেলে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ১৭০১ রান করেছেন তিনি। তার দ্বিতীয় সর্বোচ্চ রান বরিশালের হয়ে ৯৭৭। টুর্নামেন্ট ধরে হিসেব করলে বিপিএলে ৩৫৮৩ রান করেছেন তিনি। এরপর ৬০৫ রান আছে পাকিস্তান প্রিমিয়ার লিগে।
এম এইচ//