তাসকিনের দিকে চোখ পিএসএলের একাধিক দলের
তাসকিন আহমেদ এখন ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের জায়গা। নিজেকে পরিণত করা তাসকিন প্রতিপক্ষ ব্যাটারের জন্য কতটা ভয়ংকর- তা দর্শকরা মাঠেই দেখতে পায়। চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন এই পেসার। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছেন, যা সর্বোচ্চ।
তাসকিন প্রসঙ্গে কী কথা হচ্ছে, তা জানিয়েছে অনলাইন-ভিত্তিক একটি শীর্ষ গণমাধ্যম।
পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১৩ জানুয়ারি)। সেখানে নাম আছে তাসকিনের। এরমধ্যে এই বাংলাদেশি পেসার পিএসএলের একাধিক দলের আগ্রহে পরিণত হয়েছেন।
দুর্বার রাজশাহীর কোচ সাবেক পাকিস্তানি ব্যাটার ইজাজ আহমেদ। তিনি লাহোর কালান্দার্সের কাছে তাসকিনকে দলে নিতে সুপারিশ করেছেন। এই পেসারকে তাদের মনে ধরেছে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে রাজশাহীর হয়ে খেলতে আসা পাকিস্তানের মোহাম্মদ হারিস জানিয়েছেন, পেশওয়ার জালমি তাসকিনকে দলে নিতে চায়। এ কথা তাসকিন নিজেই গণমাধ্যমে জানিয়েছেন। তিনি বলেন, ‘যে দলই হোক, খেলতে পারলেই হলো। দেখা যাক ১৩ তারিখ কী হয়।‘ আপাতত এই বাংলাদেশি পেসার সুস্থ থাকতে চান।
এম এইচ//