খেলাধুলা

সিলেটকে দুইশো ছাড়ানো লক্ষ্যমাত্রা ছুড়লো চিটাগাং

ছবি: বিপিএল

বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও চিটাগাং কিংস। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সিলেট। নিজেদের হোম ভেন্যুতে টানা দুই ম্যাচ জয়ে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে তারা। অবশ্য পেরোতে হবে লম্বা লক্ষ্যমাত্রা।

চিটাগাং প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে উসমান খান ৫৩ (৩৫), গ্রাহাম ক্লার্ক ৬০ (৩৩), হায়দার আলী ৪২ (১৮)* রান করেন।

ওপেনিং জুটি সেভাবে গড়ে ওঠেনি। উসমানের ব্যাটে ফিফটি এলেও, পারভেজ হোসেন ইমন মাত্র ৭ রান করেই তানজিম হাসান সাকিবের শিকার হয়েছেন। তিনে নামা ক্লার্ক অবশ্য চিটাগাংয়ের পক্ষে হাল ধরেন। ক্লার্ক ও উসমান মিলে ৬৮ (৩৯) রানের জুটি গড়ে তোলেন।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন ইনিংস বড় করার চেষ্টায় ছিলেন। তবে ১৯ বলে ২৮ রান করেই ফিরেছেন এই ব্যটার। এরপর পাকিস্তানি হায়দার আলী এসে ক্যামিও ইনিংস খেলেন। অপরাজিত থাকা এই ব্যাটার ৩ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ১৮ বলে ৪২ রান করেন তিনি।

সিলেট স্ট্রাইকার্সের পক্ষে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন