ফেব্রুয়ারিতে সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, কাগজের সংকটের কারণে পাঠ্যবই বিতরণে দেরি হলেও আগামী ফেব্রুয়ারির মধ্যেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেয়া হবে।
সোমবার (১৩ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে শিক্ষা বিষয়ক সাংবাদিক সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।
দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে ব্যস্ত থাকার কথা জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সেই সময় পাঠ্যবই নিয়ে কাজ করা কর্মকর্তারা বলেছিলেন— সব বই নির্ধারিত সময়েই পাবে শিক্ষার্থীরা। কিন্তু পরবর্তীতে দেখলাম পাঠ্যবই হাতে পৌঁছে দিতে এখনও অনেক কাজ বাকি।
তিনি আরও বলেন, ‘প্রথমদিকে আর্ট পেপার সংকট ছিল। ছাত্র প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় আর্ট পেপারের সমস্যা সমাধান হয়েছে। তবে এখনও কিছু ঘাটতি রয়েছে। বিদেশ থেকে আর্ট পেপার নিয়ে আসা জাহাজ জানুয়ারির শেষ দিকে পৌঁছাবে বলে আশা করছি।’
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, জানুয়ারির মধ্যেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, ‘পরিমার্জন এবং একটি বাইরের টেন্ডার বাতিল করার কারণে কিছু বই সরবরাহে বিলম্ব হচ্ছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই ছাপানো কাজ চলছে এবং এটি সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় রয়েছে।’
এসি//