সাইফ কি তাহলে মিলিয়ে দিলেন অর্জুন-মালাইকাকে?

সম্পর্ক ভাঙা-গড়া জীবনের একেকটা পর্যায়ে আসতেই থাকে। কিন্তু মাঝপথে যদি থেমে যায় সেই সম্পর্কের গতি? কোনও ব্যক্তির জন্যই তা সুখকর নয়। জীবনের ঠিক এমনই একটি মোড়ে এসে পৌঁছেছেন অর্জুন-মালাইকা তাদের ছয় বছরের ‘পোক্ত’ প্রেমে ভাঙন ধরেছে গতবছরই। তবে সেই বিচ্ছেদ যন্ত্রণা ভুলে এবার যুগলে ধরা দিলেন লীলাবতী হাসপাতালে। দুষ্কৃতির হামলায় গুরুতর আহত সাইফ আলি খানকে দেখতে গেলেন হাসপাতালে।
যুগলের একজন সাইফ আলি খানের বন্ধু, দ্বিতীয় জন করিনা কাপূর খানের। এই সুবাদে রোববার লীলাবতী হাসপাতালে আহত অভিনেতার সঙ্গে দেখা করলেন অর্জুন ও মালাইকা অরোরা। মালাইকা গিয়েছিলেন বোন অমৃতা অরোরার সঙ্গে। অর্জুন একাই গিয়েছিলেন। মালাইকার সঙ্গে বিচ্ছেদ হলেও অর্জুনের সঙ্গে কারিনার বন্ধুত্ব এখনও অটুট। সাইফের সঙ্গেও তার সুসম্পর্ক। হাসপাতালের কেবিনে পরস্পর মুখোমুখি।
তিন জনেই অনেকক্ষণ কেবিনে সাইফের সঙ্গে কাটান। সন্ধ্যার পর একসঙ্গে হাসপাতাল থেকে বেরোতেও দেখা যায় তাদের। হাসপাতাল চত্বরে থাকা ছবিশিকারিদের সযত্নে এড়িয়ে যান তিন জনেই।
সেই খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, সাইফ কি তাহলে মিলিয়ে দিলেন অর্জুন-মালাইকাকে?
জেএইচ