বিসিবির কাউন্সিলর হতে আগ্রহী ইশরাক হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে ইশরাক হোসেনের জন্য আবেদন করেছে ব্রাদার্স ইউনিয়ন। দেশের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের বর্তমান আহ্বায়ক ইশরাক। এরমধ্যে ব্রাদার্সের পক্ষ থেকে বিসিবির প্রধান নির্বাহী বরাবর একটি চিঠি দেয়া হয়েছে।
বিসিবিতে ব্রাদার্স ইউনিয়নের হয়ে বর্তমান কাউন্সিলর আমিন খান। তিনি ক্লাবটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৫ জানুয়ারি কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করে তিনি বিসিবিতে একটি চিঠি দেন।
আমিন খানের পদত্যাগপত্র পাঠানোর পর, ব্রাদার্স থেকে ইশরাককে কাউন্সিলর চেয়ে আবেদন জানায় ক্লাবটি।
বিসিবির গঠনতন্ত্র বলছে, কাউন্সিলরের মেয়াদ চার বছর। এই সময়ের মধ্যে পরিবর্তনের নিয়ম নেই। তবে কোনো কাউন্সিলরের মৃত্যু, স্থায়ী বিদেশ বা পদত্যাগ করলে পরিবর্তন করার সুযোগ রয়েছে।
বিএনপির হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী ছিলেন ইশরাক হোসেন। তার বাবা প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা। ইশরাক তার বাবার পথে ধরেই ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নিয়েছেন। সম্প্রতি বিসিবিতে কাউন্সিলর হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী তিনি, এতে বোঝা ক্রিকেটের প্রতি ঝুঁকছেন ইশরাক।
এমএইচ//