রংপুরের আট ম্যাচের জয়রথ থামালো রাজশাহী
রংপুরের আট ম্যাচের জয়রথ থামালো রাজশাহী
চট্টগ্রামে এসেই রংপুর রাইডার্সের অপরাজেয় যাত্রা থামলো। দুর্বার রাজশাহীর বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রংপুর। ব্যাট করার সুযোগ পেয়ে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। জবাব দিতে নেমে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি নুরুল হাসান সোহানরা। ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে রংপুর। এতে ২৪ রানের জয় পায় রাজশাহী দল।
রংপুরকে পিছিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন স্পিনার এসএম মেহরব। চতুর্থ ওভারে পরপর দুই বলে স্টিভেন টেইলর ও ইফতিখার আহমেদকে ফিরিয়েছেন তিনি। আগেই ইরফান শুক্কুরের উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। এতে দলীয় ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে রংপুর।
এরপর থেকে থেকে উইকেট হারিয়েছে দলটি। সাইফ হাসান ও নুরুল হাসান নিজেদের ইনিংস বড় করেছেন। দুজনেই ফিরেছেন ৪০ এর ঘরে। সাইফ ২৯ বলে ৪৩, অন্যদিকে নুসুল ২৬ বলে ৪১ রান করেন।
সোহান যখন ফিরেছেন দলের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১২৬ রান। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাট হাতে জ্বলে উঠেছেন। রায়ান বার্লের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আনামুল হকের ক্যাচের শিকার হন। তার ব্যাটে আসে ১৪ বলে ২৩ রানের ইনিংস।
শেষ ওভারের দ্বিতীয় বলে রংপুরের শেষ উইকেটটি নিয়েছেন তাসকিন। তবে জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল একাই শিকার করেছেন ৪ উইকেট।
এর আগে রাজশাহীর পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৬০ (৩২) রানের ইনিংস খেলেন ইয়াসির আলী রাব্বি। সাব্বির হোসেন ৩৯ (১৯), এনামুল হক বিজয় ৩৪ (৩১) রান করেছেন। ওপেনার মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করে আউট হয়েছেন। মূলত এই ব্যাটারদের কল্যাণেই চ্যালেঞ্জিং সংগ্রহ তোলে রাজশাহী।
রংপুর রাইডার্সের হয়ে বল হাতে খুশদিল শাহ ও আকিফ জাভেদ দুজনেই ৩ টি করে উইকেট নিয়েছেন।
এম এইচ//