টস জিতে বোলিংয়ে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। খেলায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল।
সোমবার (২৭ জানুয়ারি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।
চলমান বিপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল খুলনা টাইগার্স। কিন্তু মাঝপথে ছন্দ হারানোয় প্লে-অফের ওঠার কঠিন সমীকরণে সামনে দাঁড়িয়ে মেহেদী হাসান মিরাজের দল।
একাদশ
খুলনা টাইগার্স: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, অ্যালেক্স রোস, মাহিদুল ইসলাম অঙ্কন, উইলিয়াম বোসিস্টো, জিয়াউর রহমান, মোহাম্মদ নওয়াজ, হাসান মাহমুদ, সালমান ইরশাদ ও নাসুম আহমেদ।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মালান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও এবাদত হোসেন।