রোনালদোর ৯২০ ছোঁয়ার দিনে আল নাসরের জয়
ডিবক্সের বাইরে থেকে সতীর্থের বাড়ানো ক্রস বক্সের বাম প্রান্তে পেয়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। হাওয়ায় ভাসতে থাকা বলে পা লাগান পর্তুগিজ মহাতারকা। বল পোস্টে লেগে ফিরে আসে।
কিন্তু রোনালদো রেফারির কাছে গোল দাবি করেন। যদিও রেফারি তা নাকচ করে দেয়।
এর কিছুক্ষণ গোল পোস্টের কাছে থেকে বল ওপর দিয়ে মেরে দেন রোনালদো।
দুইবার হতাশ হলেও ম্যাচের ৮৭ মিনিটে গোল পেয়ে যান সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। সাদিও মানের বাড়ানো ক্রসে রোনালদো পরাস্ত করেন আল ফাতেহ গোলরক্ষককে।
আগামী মাসে ৪০ বছর বয়সে পা দিতে যাওয়া রোনালদোর এটি ক্যারিয়ারে ৯২০ তম গোল। এছাড়াও শেষ ৮ ম্যাচে ১০ গোল করলেন তিনি।
পর্তুগিজ মহাতারকার গোলের আগে ৪১তম মিনিটে আত্মঘাতী গোল করে আল নাসরকে এগিয়ে দেন মারওয়ানে সাদানে। ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিমাকানে।
৭২তম মিনিটে আল নাসরের ব্রাজিলিয়ান গোলরক্ষক বেনটোর ভুলে ব্যবধান কমায় আল ফাতেহ।
শেষ পর্যন্ত সৌদি প্রো লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় আল নাসর। এই জয়ে টেবিলের তিনে উঠে এলো আল নাসর।