মহাকুম্ভ মেলায় পদদলনে নিহত ১৫, যোগীকে মোদীর ফোন

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদদলনের ঘটনায় ১৫ জন নিহত ও আহত হয়েছেন অনেকেই। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১টার দিকে গঙ্গা নদীর তীরে এ ঘটনা ঘটে।
বুধবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরব নিউজ’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সূত্রে জানা গেছে মৌনী অমাবাস্যার পুণ্যলাভের উদ্দেশ্যে গঙ্গাস্নানে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে। বুধবার সূর্যোদয়ের আগেই স্নান শেষের রীতি থাকায় মঙ্গলবার সন্ধ্যা থেকেই নদীর তীরে মানুষের ঢল নামে। তবে কী কারণে পদদলনের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, নদীর তীরে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স মোতায়েন ছিল। তিনি বেশ কয়েকটি মৃতদেহকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে আরও একজন জানান, হঠাৎ ছোটাছুটি শুরু হলে মহিলা ও শিশুদের কান্না শোনা যায়। তিনি উল্লেখ করেন যে ভিড়ে নারী ও শিশুই বেশি আটকা পড়েন, যার ফলে হতাহতের শিকারও মূলত তারাই বেশি হয়েছেন।
প্রসঙ্গত, ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুযায়ী গতকাল মঙ্গলবার ছিল মৌনী অমাবাস্যা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও স্বরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করলে অশেষ পুণ্য লাভ হয়। এ কারণেই মঙ্গলবার গঙ্গার তীরে এত বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে।
ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
প্রসঙ্গত, মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। প্রতি ১২ বছর পর পর অনুষ্ঠিত এই মেলায় এবার ১৪ কোটি ৮০ লাখ পুণ্যার্থী অংশ নিয়েছেন। এবারের মহাকুম্ভ মেলা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ১৪৪ বছর পর প্রয়াগরাজে এ আয়োজন হচ্ছে। মেলা শুরু হয়েছে জানুয়ারির মাঝামাঝি এবং আরও চার সপ্তাহ চলবে।
এসি//