শীতের পরশে কাঁপছে প্রকৃতি, বৃষ্টির ফোঁটায় জাগবে নতুন গতি
![](https://bayanno.com/storage/9016/conversions/01JJR99XY4ZXS1CMD4HSWS0B7R-standard.webp)
শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে কুয়াশার কারণে। সূর্য কিছুটা দেখা দিলেও শীত নিবারণে সূর্যের আলো তেমন ভূমিকা রাখছে না। এ অবস্থায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী দু’দিন বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা হতে পারে। শুক্রবার ও শনিবার (৩১ জানুয়ারি-১ ফেব্রুয়ারি) ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের পাশাপাশি কিশোরগঞ্জ ও কুমিল্লায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবার একই সময়ে কিশোরগঞ্জ ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
অন্যদিকে শুক্রবার রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, দিনের তাপমাত্রাও সামান্য বাড়বে। শনিবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্ধিত ৫ দিনের শেষদিকে রাত ও দিনের তাপমাত্রা আবার কমতে পারে।
এসি//