ভারতে কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৪০

ভারতে উত্তরপ্রদেশে হিন্দুধর্মাবলম্বীদের বৃহৎ জমায়েত কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। বুধবার পুলিশের তিনটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। স্থানীয় মতিলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে এখনো মরদেহ আনা হচ্ছে। তবে রাজ্য কর্তৃপক্ষের মতে, পদদলিত হয়ে ৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৬০জন।
৮০০ বছরের পুরোনো এই কুম্ভ মেলা প্রতি ১২ বছর পরপর গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মোহনায় অনুষ্ঠিত হয়। যেখানে পূণ্য লাভের আশায় হাজার হাজার মানুষ একসাথে স্নান করেন।
হিন্দু ধর্মালম্বীরা মনে করেন গঙ্গা, যমুনা এবং সরস্বতীর পবিত্র জলে স্নান করে মানুষ পাপ থেকে মুক্ত হয়। তীর্থযাত্রীরা সূর্যোদয়ের আগে পবিত্র ঠান্ডা পানিতে স্নান শুরু করেন। ৬ সপ্তাহব্যাপীএবারের মেলায় ৪০ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা আয়োজকদের।
এনএস/