ফুটবল

ঢাকাকে ৭৩ রানেই আটকে দিলো বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। খেলায় ঢাকাকে মাত্র ৭৩ রানেই অলআউট করেছে বরিশাল।

বুধবার (২৯ জানুয়ারি) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানে ৩ উইকেট হারায় ঢাকা। ৮ বলে ১০ রান করে ফিরে যান ওপেনার লিটন কুমার দাস।  তিনে নেমে ৪ বলে শূন্য করে ফেরেন রিয়াজ হাসান। ১৪ বলে ৭ রান করে আউট হন আরেক ওপেনার তানজিদ তামিম।  

এরপর আসা যাওয়ার মধ্যে থাকেন সব ব্যাটার।  সাব্বির রহমান ৭, মোসাদ্দেক হোসেন ২, জেপি কোটজে ৫, নামজুল ইসলাম ০, বেটন ১০ এবং মোস্তাফিজ আউট হন ২ রান করে।  

আসা যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে রেখে লড়াই করেন থিসারা পেরেরা। কিন্তু ১১ বলে ১৫ রান করে ফিরে যান ঢাকার অধিনায়ক। এতে ২৭ বল হাতে থাকতে ৭৩ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।

  

এ সম্পর্কিত আরও পড়ুন