রংপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৪জনের মৃত্যু

রংপুরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মহানগরীর সাতমাথা চায়না সিনেমা হল-সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে পাভেল এক্সপ্রেস ও একটি মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০ যাত্রী। সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জেএইচ