সালমানকে কী বিয়ে করতে চান আমিশা? মনের কথা জানালেন অভিনেত্রী
ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন কিছু কিছু অভিনেতাকে নিয়ে। কেন বিয়ে করছেন না সালমান খান? কেউ কেউ আবার আমিশা প্যাটেলকেও একই প্রশ্ন করেন। এখানেই শেষ নয়। কারও আবার আগ্রহ সালমান খানের সঙ্গে কেন বিয়ে হচ্ছে না আমিশার।
বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছননি সালমান খান। যদিও তার অনুরাগীদের আশা, ঠিক এক দিন বিয়ে করবেন ভাইজান। পাত্রী কি আমিশা? সম্প্রতি অনুরাগীদের সঙ্গে এক কথোপকথনে এই প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী।
বলেন, “অনুরাগীদের আবদার, ‘সলামান খুবই যোগ্য। আপনিও উপযুক্ত। আপনাকে দেখতেও সুন্দর। সুন্দর সন্তানের জন্ম দেয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত’। আমি এই সব শুনে ভাবলাম, এ তো দারুণ কারণ! এমনিতেও সুন্দর দেখতে মানুষদের একসঙ্গে দেখতে পছন্দ করেন সকলে। ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির পরে আমাকে আর হৃত্বিককে সকলেই একসঙ্গে দেখতে চেয়েছিলেন। হৃত্বিক ওঁর বিয়ের কথা ঘোষণা করতেই সকলের মন ভেঙেছিল। কেউ মেনে নিতে পারছিল না।”
এর আগেও এক অনুরাগী এক অনুষ্ঠানে আমিশাকে বলেছিলেন, সালমান খানের সঙ্গে তার বিয়ে করা উচিত। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “সালমন এখনও বিয়ে করেননি। আমিও বিবাহিত নই। তাই আপনি মনে করছেন, আমাদের বিয়ে করে নেয়া উচিত। আপনারা কী চান, আমরা বিয়ে করি? না কি একসঙ্গে ছবিতে জুটি বাঁধি?” ‘সালমন বা আমি কেউই বিয়ে করিনি। তাহলে কি আমাদের বিয়ে করা উচিত?’’
সেই দিনই মজা করে অভিনেত্রী বলেছিলেন, তিনি বিয়ে করতে চান। কিন্তু মনের মতো পাত্র পাচ্ছেন না। আমিশা বলেছিলেন, “ছেলে খুঁজে পাচ্ছি না। আমি তো বিয়ের জন্য কবে থেকেই প্রস্তুত।”
২০০২ সালে ডেভিড ধওয়ান পরিচালিত ছবি ‘ইয়ে হ্যায় জলওয়া’-তে জুটি বেঁধেছিলেন সালমান ও আমিশা।
জেএইচ