খেলাধুলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেন করবেন কনস্টাস!

ছবি: এএফপি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্যাম কনস্টাসকে দেখা যেতে পারে ওপেনার হিসেবে। এমনটি জানিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। যদিও সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজেএকাদশে দেখা যাচ্ছে না এই তরুণ ক্রিকেটারকে।  

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিষেক হয় কনস্টাসের। দারুণভাবে আলোচনায় এসেছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডস ব্রাডম্যান ইয়াং ক্রিকেটার পুরস্কার জিতেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হেড খেলেছেন ওপেনার হিসেবে। তার দায়িত্ব ছিল মূলত মারকুটে ব্যাটিং করা, সেটি করেছেন তিনি। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেনারের জায়গাটা কনস্টাসের জন্যই জমিয়ে রাখা হয়েছে।

হেড গণমাধ্যমে বলেন, সম্ভবত আমি মিডল অর্ডারে নেমে যাব এবং স্যাম ওপেন করবে।

তবে আমি খুশি, আমি নির্বাচক নই। জশ খুব ভালো শুরু করেছে, সবাই ভালো খেলছে, গ্রিন ফিট হয়ে যাচ্ছে- এটা আসলে কঠিন সবাইকে নিয়ে একাদশ করা। আমার মনে হয়, আমরা এটাই চাই। আমরা এমন এক অস্ট্রেলিয়ান ক্রিকেট দল চাই, যেখানে ঢুকতে পারা বেশ কঠিন হবে।

অস্ট্রেলিয়া দল এখন শ্রীলঙ্কায়। গলে প্রথম টেস্টে ইনিংস ও ২৪২ রানে জিতেছে অজিরা। আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন