চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠ পরিচালনায় থাকবেন সৈকত

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত!
আইসিসির যেকোনো ইভেন্টে আম্পায়ারদের নামের তালিকায় পরিচিত এক নাম। চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। যেখানে আম্পায়ারের দায়িত্বে থাকবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ।
আম্পায়ারের তালিকায় আছেন ১২ জন। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৩ জন।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। যা ৯ মার্চ পর্যন্ত চলবে। চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক দেশ পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে সংযুক্ত আরব আমিরাতেও হবে বেশ কিছু ম্যাচ।
এবারের ১২ জন আম্পায়ারের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭’ তে ৬ জন আম্পায়ার দায়িত্ব পালন করেছেন। তারা হলেন; ক্রিস গ্যাফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রাইফেল ও রড টাকার।
বাকি ৬ জন আম্পায়ার হলেন; মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, হসান রাজা, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও শরফুদ্দৌলা ইবনে শহীদ।
এই আম্পায়ারদের সবাই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন; ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।
এমএইচ//