অবৈধ অভিবাসীদের নিয়ে ভারতে মার্কিন সামরিক বিমান
১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি বিমান বুধবার দুপুরে পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সি-১৭ সামরিক বিমানটি বেলা ২টায় অমৃতসরে অবতরণ করে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্ষমতা গ্রহণ করেই নথিপত্রহীন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রে বসবাসকারী নথিপত্রহীন ভারতীয়দের এটাই প্রথম প্রত্যাবর্তন।
এর আগে গেলো বছরের সেপ্টেম্বরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ১ হাজার ১০০ নথিপত্রহীন ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।
অমৃতসর বিমানবন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পাঞ্জাব পুলিশকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল। বিমানবন্দরে পুলিশি নিরাপত্তা ছিল যথেষ্ট। এসব যাত্রীদের নিজ নিজ রাজ্যে যাওয়ার ব্যবস্থা রাজ্য প্রশাসনের পক্ষে করা হয়। মার্কিন অভিবাসন সংস্থার প্রাথমিক তথ্য মতে, প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।
এনএস/