টুকিটাকি

ধর্ষণের চেষ্টা করেছিলেন মালিক, দোতলা থেকে ঝাঁপ দিলেন হোটেলকর্মী

রাতের বেলা মহিলা কর্মীর ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টা করেছিলেন হোটেল মালিক ও তার সঙ্গীরা। নিজেকে বাঁচাতে ওই মহিলা দোতলার ঘরের জানলা থেকে লাফ দিয়েছিলেন বাইরে। মাটিতে পড়ে গুরুতর হন ওই মহিলা। ওই ঘটনার পরে হোটেল মালিক ও তার সঙ্গীরা পালিয়ে গেলেও পরে পুলিশের হাতে ধরা পড়লেন অভিযুক্ত হোটেল মালিক। মঙ্গলবার রাতে ত্রিশূর থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। একটি বাস থেকে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে।

অভিযোগ কী ছিল?

ঘটনাটি ভারতের কেরালার। গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম দেবদাস। ঐখানে একটি সাধারণ মানের হোটেল চালান তিনি। সেখানেই কাজ করতে এসেছিলেন অভিযোগকারী মহিলা। ওই এলাকারই একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। গত শনিবার রাতে আচমকা তার ঘরে জোর করে ঢুকে পড়ে দেবদাস ও তার আরও দুই সঙ্গী। ঘরে ঢুকে ওই মহিলাকে যৌন হেনস্থার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেই সময়ে বিপদ থেকে বাঁচতে দোতলার ঘরের জানলা থেকে নীচে লাফ দেন ওই মহিলা। মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি, তার আর্ত চিৎকার শুনে স্থানীয় লোকজন বেরিয়ে এলে চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয়রাই ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করান। পরে পুলিশ এলে তাদের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। ওই মহিলা জানান, ভিডিও গেম দেখছিলেন তিনি। হেনস্থার সময়ে ঝাঁপ দেয়া ছাড়া আর কোনও উপায় ছিল না তার। কোমর ও হাতে গুরুতর চোট নিয়ে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

অভিযোগ পেয়েই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দেবদাসকে ধরা হলেও বাকি দুই জন এখনও ফেরার। জখম মহিলার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার কিছু মুহূর্ত মোবাইল ফোনে রেকর্ড হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে ৩ জন অভিযুক্তের উপর হামলার চেষ্টা করছে। পরিবারের তরফে সেই ভিডিয়ো প্রকাশ করার পরেরদিনই ধরা পড়ে দেবদাস।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন