২৭ বছর পর দিল্লি দখল করলো বিজেপি
দীর্ঘ ২৭ বছর পর দিল্লি দখল করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য মতে, ৭০ আসন বিশিষ্ট দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি এগিয়ে আছে ৪৭ আসনে এবং আম আদমি পার্টি (আপ) ২৩ আসনে। সরকার গঠন করতে হলে যে কোনো দল বা জোটের প্রয়োজন ৩৬টি আসন।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে নিউ দিল্লি আসনে বিজেপির প্রার্থী পরভেশ ভার্মার কাছে হেরে গেছেন আম আদমি পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
২০১২ জন্ম নেয়া আম আদমি পার্টি ২০১৩ সালের ভোটে ২৮টি আসন জেতে এবং কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ে। কিন্তু ৪৯ দিনের মাথায় কেজরিওয়াল পদত্যাগ করেন। এক বছর রাষ্ট্রপতির শাসনের আওতায় থাকার পর ২০১৫ সালের ভোটে ৬৭ আসন জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল। পাঁচ বছর পর ২০২০ সালে আপ জেতে ৬২ আসন, বাকি ৮ আসন বিজেপি।
গেলো ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯৯৩ সালে দিল্লির বিধানসভা ভোটে সর্বশেষ জয় পেয়েছিল বিজেপি।
এনএস/