উড়ে আসা নিশাম যে কারণে ছিলেন না বরিশাল একাদশে
নিউজিল্যান্ডের একজন দুর্দান্ত অলরাউন্ডার জিমি নিশাম। যেকোনো দলেই তিনি সেরা একাদশে থাকার মতোই খেলোয়াড়। ফরচুন বরিশালের হয়ে কেবলমাত্র ফাইনাল খেলার জন্য তাকে উড়িয়ে আনা হয়। একেবারে সংক্ষিপ্ত নোটিশে ঢাকায় নামেন নিশাম। তবে ফাইনাল ম্যাচের একাদশে তিনি ছিলেন না। বাংলাদেশে আসার আগে দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি খেলছিলেন এই কিউই ক্রিকেটার।
নিশামকে ম্যাচশেষে দেখা গেল মাইক্রোফোন হাতে। বরিশালের আরেক বিদেশি ডেভিড মালানের একটি ছোট সাক্ষাৎকার নিয়েছেন। দর্শকদের কৌতুহল, নিশামকে মিরপুরে এনেও কেনো মাঠে নামানো হলো না!
চিটাগাং কিংসের বিপক্ষে ফাইনাল জয়ের পর সংবাদ সম্মেলনে তামিমকে প্রশ্নটি করে উত্তর পাওয়া যায়। বরিশাল অধিনায়ক বলেন, 'আমাদের যে বিদেশি স্কোয়াড, একজন আছে পেসার। যদি কোনো ব্যাটার বা অলরাউন্ডারের কালকে (পরশু) ট্রেনিংয়ে বা আজকে (কাল) ওয়ার্মআপে কারও যদি কোনো ব্যথা লাগত; কেউ ছিল না রিপ্লেস করার জন্য।'
তামিম চাননি বরিশালের উইনিং কম্বিনেশন ভাঙতে। এমনকি বরিশাল মালিককেও জানিয়েছেন, তিনি একই একাদশ রাখতে চান। তবুও নিশামকে আনা হয়েছে। বরিশাল পেয়েছে দ্বিতীয়বারের মতো শিরোপার স্বাদ।
নিশাম প্রসঙ্গে তামিম আরও বলেন, 'নিশাম যেকোনো দলে খেলা ডিজার্ভ করে। বিশেষত বিপিএলে যেকোনো দলে খেলতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে খেলোয়াড়রা সাত–আটটা ম্যাচ ধরে খেলছে, উইকেট ও প্রতিপক্ষকে বুঝতে পারে; কারণ, তাদের (চিটাগংয়ের) সঙ্গে আমাদের খুব কম সময়ে তিনটা খেলা হয়েছে, সঙ্গে উইনিং কম্বিনেশন। আমি আমার মাথায় খুব পরিষ্কার ছিলাম যে এটা বদলাব না।'
বরিশাল মালিক মিজানুর রহমান নিশাম প্রসঙ্গে জানিয়েছেন, 'আজকের কথা চিন্তা করুন। আমরা জিমি নিশামকে নিয়ে এসেছি। কিন্তু তাকে আমরা খেলাতে পারিনি। কারণ আপনি দেখুন তাদের বাঁ-হাতি কতজন। চিন্তা করতে হবে চিটাগাং দলে কতজন বাঁহাতি ব্যাটার আছে। আপনি যদি (মোহাম্মদ) নবিকে তুলে নেন তাহলে বল কে করবে? সব সময় চিন্তা করতে হবে প্রতিপক্ষ কে। খুলনা প্রতিপক্ষ হলে অবশ্যই জিমি নিশাম খেলত। প্রতিপক্ষ অনুযায়ী আমরা দল সাজিয়েছি।'
এমএইচ//