অভিনয় ছাড়ছেন ‘শাহেনশাহ’! বিগ বি’র পোস্টকে ঘিরে গুঞ্জন তুঙ্গে

হিন্দি চলচ্চিত্রের শাহেনশাহ’খ্যাত সুপারস্টার অমিতাভ বচ্চন অভিনয় থেকে সরে যাচ্চেন কিনা-বিষয়টি নিয়ে নেট দুনিয়ার পাশাপাশি তোলপাড় চলছে বলিউড পাড়ায়। সোশাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ অমিতাভ বচ্চন। দেশ-বিদেশে ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু করে নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তই তুলে নেটদুনিয়ায়। এমনকী, নিয়মিত ব্লগও লেখেন। এবার সেই সোশাল মিডিয়ার হাত ধরেই বিগ বি এমন এক পোস্ট করলেন, যা দেখে হতবাক দর্শক! অনুরাগীরা তো অমিতাভের এই পোস্ট দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন।
ভারতের সময় গেলো শুক্রবার দিবাগত রাত ৮টা ৩৪। হঠাৎই এক্স প্রোফাইলে বিগ বি লিখলেন, ‘টাইম টু গো…’অর্থাৎ চলে যাওয়ার সময় এসেছে। এই পোস্ট দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন। কোথায় চলে যাওয়ার কথা লিখেছেন শহেনশাহ? সব ঠিক আছে তো? নাকি তিনি চলচ্চিত্র জগত থেকে তিনি বিদায় নিচ্চেন।
অমিতাভ বচ্চন অবশ্য তাঁর এই পোস্টে রহস্যই রেখেছেন। তিনি ঠিক কী ছেড়ে চলে যেতে চাইছেন, তা স্পষ্ট করেননি। বলিপাড়ার গুঞ্জন বলছে, অমিতাভ অভিনয় জগত থেকে অবসর নিতে চলেছেন। এমনকী, শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি অবসর ঘোষণা করতে পারেন বলিউডের অ্যাংরি ইয়ংম্যান।
এই মুহূর্তে ভারতীয় হিন্দি ভাষার জনপ্রিয় টেলিভিশন গেম শো কৌন বনেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন অমিতাভ বছ্চন। এই সিজনেও বরাবরের মতোই মুগ্ধ করছেন অনুরাগীদের। ৮২ বছর বয়সে এসে এখনও চ্যালেঞ্জ ছুঁড়ছেন নতুন প্রজন্মকে। সেই অমিতাভই হয়তো এবার অবসরের পথে হাঁটতে চলেছেন। এনিয়ে গুঞ্জন রটলেও এখনও মুখে কুলুপ এঁটে রেখেছে বচ্চন পরিবার।
এমআর//