চ্যাম্পিয়নস ট্রফিতে মূল কাজ ভারতকে হারানো: শেহবাজ শরীফ
ভারত-পাকিস্তান দলের রাজনৈতিক দ্বৈরথের উত্তাপ ছড়িয়ে যায় ক্রিকেট মাঠেও। যার সবশেষ নজির এবারের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে। পাকিস্তান আয়োজক দেশ হলেও, ভারতের ছিল ভ্রমণে আপত্তি। আর এই কারণে হাইব্রিড মডেল করে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকেও যুক্ত করেছে আইসিসি।
সম্প্রতি পাকিস্তান প্রধানমন্ত্রী এক মন্তব্য করেছেন। যে মন্তব্যে তিনি আবারও ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় উত্তেজনা সামনে এনেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সংবাদ সংস্থা পিটিআই’কে বলেন, ‘আমাদের খুব ভালো দল আছে এবং সম্প্রতি তারা বেশ ভালো করেছে। তবে এখন মূল কাজটা হবে, শুধু চ্যাম্পিয়নস ট্রফি জয় নয়, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীদেরও হারানো- যে ম্যাচটি ভারতের সাথে দুবাইয়ে অনুষ্ঠিত হবে। তাদের পেছনে পুরো জাতি রয়েছে।‘
পাকিস্তানের জন্য এবারের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা একটি স্মরণীয় ঘটনা। প্রায় ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন হচ্ছে দেশটিতে। সবশেষ ১৯৯৬ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজনে বিশ্বকাপের আয়োজক হয় পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। সবশেষ ২০১৭ সালে ভারতের বিপক্ষে ১৮০ রানে ফাইনাল জিতেছিল বাবর আজমরা।
এমএইচ//