মালিতে অতর্কিত হামলায় নিহত অর্ধশতাধিক
সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অর্ধশতাধিক মানুষ মারা গেছেন। শুক্রবার দেশটির উত্তরপূর্ব দিকে থাকা গাও শহরের কবে গ্রামে এই হামলার ঘটনা ঘটে। একজন স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকা এ তথ্য দিয়েছে।
গাও শহরে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী বিভিন্ন সংগঠন ও আল কায়েদার অবাধ বিচরণ। মাঝেমধ্যে অতর্কিত হামলা চালিয়ে মালি ও এর সীমান্তবর্তী বুরকিনা ফাসো ও নাইজারে অস্থিরতা সৃষ্টি করে আসছে গোষ্ঠীগুলো।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, হামলার সময় মানুষজন গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। অনেকে নিহত ও আহত হয়েছেন। গাও হাসপাতালে অন্তত ৫৬ মৃতদেহ আনা হয়েছে। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য রয়েছে।
এ বিষয়ে মালির সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০১২ সালে মালিতে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহের পর বিদ্রোহ শুরু হয়য়। এরপর থেকে সাহারা মরুভূমির দক্ষিণে থাকা মধ্য সাহেল অঞ্চলের বিভিন্ন দেশে ইসলামিক সশস্ত্র গোষ্ঠীগুলো বিস্তার লাভ করেছে।
এনএস/