সাইফের উপর হামলার নেপথ্যে কি স্ত্রী কারিনাই? অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট

সাইফ আলি খানের উপর হামলার ঘটনা নিয়ে কিছু কম চর্চা হচ্ছে না। সাইফ আলি খানের উপর আক্রমণের পর থেকে কারিনা কাপুরকে নিয়েও চলছে নানা আলোচনা। হামলার পর থেকে পটৌডি পরিবারের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। ঘটনার দিন কারিনা কোথায় ছিলেন? কারিনা কেন সাইফের সঙ্গে ছিলেন না, এসব নিয়ে নিয়ে উঠছে নানান প্রশ্ন।
হামলার ঘটনার তিন দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। তবে বিতর্ক থামেনি এখানে। নানা তথ্য উঠে এসেছে। এই প্রশ্নও উঠেছে, আদৌ সাইফের উপর কোনও হামলা হয়েছিল? সম্প্রতি অভিনেতা কমল আর খান দাবি করেছিলেন, গোটা হামলার ঘটনা আসলে সাজানো।
কমল আর খান বলেছিলেন, ‘সাইফকে ছয় বার ছুরি দিয়ে কোপানো হল আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি সইফ! যাঁকে গ্রেফতার করা হয়েছে তাঁর সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনও মিল নেই। তাই আমার মনে হয় সে রাতে ওদের বাড়িতে কেউ আসেনি। এটা আসলে সইফ-করিনার ঝগড়ার পরিণতি।’
এদিকে এসবেরই মাঝে স্যোশাল মিডিয়ায় হঠাৎই রহস্যময় পোস্ট করলেন কারিনা। এবার সেটা নিয়েই শুরু হয়েছে নানা চর্চা। কিন্তু কী এমন লিখেছেন সাইফ ঘরণী? গুঞ্জন, এই ঘটনার নেপথ্যে নাকি ছিলেন স্বয়ং কারিনা কাপূর খান। এর মধ্যেই এক রহস্যময় পোস্ট করলেন অভিনেত্রী। সাইফের উপর হামলার পর কারিনার এই পোস্ট রীতিমতো ভাইরাল।
কারিনা তার রহস্যময় পোস্টে লিখেছেন, ‘বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু, সন্তান পালন করার মতো বিষয় আপনি কখনওই বুঝবেন না। যত ক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে, আপনি বুঝবেন না। জীবনের কোনও পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি চালাক। তার পরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে।’
কারিনার এই পোস্টটি দেখার সঙ্গে সঙ্গে এটি নিয়ে শুরু হয় আলোচনা। কেউ লিখেছেন, ‘কারিনা কাপুরকে কেন সবসময় নাটক করতে হয় এবং মনোযোগ আকর্ষণ করতে হয় এ ভাবে?’ কেউ আবার লিখেছেন, ‘কিছু একটা নিশ্চয়ই হয়েছে। না হলে এমন কথা লিখলেন কেন?’
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি সাইফ আলি খানের বাড়িতর ১১ তলায় ঢুকে পড়েন এই দুষ্কৃতী। জানা যায়, ওই দুষ্কৃতী প্রথমে সাইফ-কারিনার বাড়ির পরিচারিকার মুখোমুখি হন। চিৎকার চেঁচামিচি শুনে বেরিয়ে আসেন সাইফ। তখনই তার সঙ্গে হাতাহাতি হয় ওই দুষ্কৃতীর। সেসময়ই ওই দুষ্কৃতী সাইফের পিঠে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে বলেই জানা গিয়েছিল। এমনকি ছুরির ভাঙা টুকরো অভিনেতার পিঠে গেঁথে গিয়েছিল। সেটাই লীলাবতি হাসপাতালে অপারেশন করে বের করতে হয়েছে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার ৫ দিনের মধ্যেই সুস্থ হয়ে দিব্যি হেঁটে বাড়িতে ঢোকেন সাইফ। এত বড় ঘটনার পরও তাকে এতটা ফিট দেখে অনেকেই প্রশ্ন তোলেন। প্রশ্ন ওঠে ঘটনার দিন করিনা কেন সইফের সঙ্গে হাসপাতালে গেলেন না!
জেএইচ