ক্রিকেট

অভিষেকে নেমে রেকর্ড গড়লেন ব্রিটজকে

নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয়েছে ম্যাথু ব্রিটজকের।  প্রথম ম্যাচেই এক বিশ্বরেকর্ড গড়েছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।  

২৬ বছর বয়সী ব্রিটজকে ১৫০ রানের ইনিংস খেলেছেন, যা ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ।  ব্রিটজকে ভেঙেছেন কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার ডেসমন্ড হেইন্সের ৪৬ বছর টিকে থাকা রেকর্ড।

অথচ ব্রিজকের নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে থাকার কথা ছিলো না।  এসএ২০ টুর্নামেন্টের কারণে দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটার আজ সোমবার (১০ ফেব্রুয়ারির) ম্যাচে আগে লাহোরে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। আর সে জন্যই ত্রিদেশীয় সিরিজে ব্রিটজকে যুক্ত করা হয়েছিল। 

ওপেনিংয়ে নেমে ৫০ ছুঁয়েছেন ৬৮তম বলে, ১০০ রান ১২৮ বলে। ওয়ানডে অভিষেকে ব্রিটজকের আগেও সেঞ্চুরি আছে ১৮ জনের। তবে শতক হাকানোর পর এক এক করে সবাইকে ছাড়িয়ে যেতে শুরু করেন এই উইকেটকিপার ব্যাটার। 

ইনিংসের ৪৫তম ওভারের ছয় মেরে ছাড়িয়ে যান হেইন্সকেও। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক ওয়ানডেতে ১৪৮ রান করেছিলেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইন্স।  

বিশ্বরেকর্ড গড়া ব্রিটজকে শেষ পর্যন্ত থেমেছেন ১৪৮ বলে ১৫০ রান করে।  

 

এ সম্পর্কিত আরও পড়ুন