ফুটবল

সান্তোসে এমন দিন মনে রাখতে চাইবেন না নেইমার

 

শৈশবের ক্লাব সান্তোসে ফেরার ম্যাচেই বদলি নেমে ম্যাচসেরা হয়েছিলেন নেইমার জুনিয়র। রোববার রাতে দ্বিতীয় ম্যাচে ছিলেন শুরুর একাদশ থেকেই। কিন্তু ৪৮১ দিন পর শুরুর একাদশে ফেরার দিনটা মনে রাখতে চাইবেন না নেইমার।

নভোরিজোন্তিনোর বিপক্ষে গোলশূন্য ড্র করা ম্যাচটিতে নেইমার মাঠে ছিলেন ৭৫ মিনিট পর্যন্ত। এই সময়টুকুতে ব্রাজিলিয়ান তারকা গোল বা অ্যাসিস্ট তো করতে পারেননি, নিয়েছেন মাত্র একটি শট। সেটিও ছিলো না লক্ষ্যে।

এই ম্যাচে নেইমার বল স্পর্শ করেছেন ৫৫ বার, যেখানে তিনি সব মিলিয়ে পাস দিয়েছেন ২৮টি। এর মধ্যে ২২টি ছিল সফল পাস। সাফল্যের হার ৭৯ শতাংশ। কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ পাস ছিল কেবল ১টি।

শুধু তাই নয় সান্তোসের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে ৭ বার ড্রিবলের চেষ্টা করেন নেইমার। কিন্তু সফল হতে পারেননি একবারও।

২২ মিনিটে দারুণ একটি সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু নিজে শট না নিয়ে সতীর্থকে পাস দিয়ে সেই সুযোগ নষ্ট হয়। বাজে পারফর্মের দিনে ম্যাচের ৭৫ মিনিটে নেইমারকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।  

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন