ফুটবল

আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করবেন রোনালদো

গেলো ৫ ফেব্রুয়ারি ৪০তম জন্মদিন উদ্‌যাপন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।  ৪০ পেরোনোর রোনালদো তার ক্যারিয়ারে ১০০০ হাজার গোল করতে চান।  এরই মধ্যে তিনি পৌঁছে গেছেন ৯২৫ গোলে।

বাকি ৭৫ গোল করার লক্ষ্যে আল নাসরের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা।  এক বছরের জন্য চুক্তি বাড়াতে রাজি হওয়ার খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

রোনালদোর চুক্তি বাড়ানো নিয়ে আল নাসরের ভেতরের এক সূত্র এএফপিকে জানিয়েছে, ‘এখনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। সামনের দিনগুলোয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।’  

রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে।  এর অর্থ সম্ভাব্য নতুন চুক্তির মেয়াদ যখন শেষ হবে, তখন রোনালদোর বয়স হবে প্রায় সাড়ে ৪১ বছর।

২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৯০ ম্যাচে রোনালদো করেছেন ৮২ গোল।  

এ সম্পর্কিত আরও পড়ুন