বাসের ধাক্কায় মাহেন্দ্র ও মোটরসাইকেলের ৩ যাত্রী নিহত
বরগুনার আমতলী উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল ও মাহেন্দ্র (থ্রি-হুইলার) উল্টে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। ‘ইউনিক পরিবহন’ এর বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আমতলী উপজেলার ঢাকা-কুয়াকাটা সড়কের সাহেব বাজার নামক এলাকার রহমানিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতরা হলেন; মাহেন্দ্র গাড়ির যাত্রী আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা নামক এলাকার বাসিন্দা হিমু আকনের ছেলে আবিদ (৭), মোটরসাইকেল চালক গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালা চাড়া নামক এলাকার শহিদুল ইসলাম (৬০) ও আমতলী সদর ইউনিয়নের বাইন বুনিয়া নামক এলাকার আতাহার গাজী (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিক পরিবহনের একটি বাস ঢাকা থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। বাসটি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের সাহেব বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই মাহেন্দ্র গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহেন্দ্র গাড়িটি ছিটকে সড়কের পাশে পড়ে গেলে গাড়িটির পেছনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি। এতে মোটরসাইকেলের চালক শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মাহেন্দ্র গাড়িতে থাকা যাত্রী আবিদ মারা যান।
কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আতহার গাজী নামে একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত সময়ের মধ্যে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে এসেছে। তবে বাসটির চালক এবং হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
এমএইচ//