আইন-বিচার

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-শম্ভু-মামুন

আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে হাজির করা হয়। এ দিন মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে এক মামলায় সালমান ও মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই থানার আরেক মামলায় শম্ভুকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিন আদালতে উপস্থিত হয়ে সালমান এফ রহমান তার আইনজীবীকে জিজ্ঞাসা করেন, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনজীবী তাকে জানান, এটি আশুলিয়া থানার মামলা। সালমান এফ রহমান আরও জানতে চান, এটি কি শ্যোন অ্যারেস্ট? আইনজীবী তা নিশ্চিত করেন। এরপর সালমান এফ রহমান আইনজীবীর সঙ্গে আলোচনা করেন। একইভাবে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকেও তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নীরব ছিলেন। এ সময় ডা. এনামুর রহমানের ছেলে তাকে দেখতে আদালতে আসেন এবং চোখ ও হাতের ইশারায় তাদের মধ্যে কথোপকথন হয়। পরে পুলিশ তাদের আদালত থেকে বের করে দেয়।

এরপর আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন