এবার নাম প্রত্যাহার করলেন স্টার্ক, অস্ট্রেলিয়ার প্রায় নতুন দল!
ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। দলটির স্কোয়াডে কিছুটা পরিবর্তন হয়েছে, অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে স্টিভ স্মিথকে।
চ্যাম্পিয়নস ট্রফির দল নিয়ে বেশ বিপাকেই পড়তে হচ্ছে অস্ট্রেলিয়া। এরমধ্যে একাধিক পরিবর্তন করতে হয়েছে। চোটের কারণে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ খেলতে পারছেন না। মার্কাস স্টয়নিস ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। এতে পেস লাইনআপে বেশ ধাক্কাই সামলাতে হচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক স্টার্ক প্রসঙ্গে বলেন, ‘আমরা মিচের (মিচেল স্টার্ক) সিদ্ধান্ত বুঝতে পারছি ও সম্মান করছি।‘
‘মিচ আন্তর্জাতিক ক্রিকেটে তার অঙ্গীকার নিয়ে অনেক সম্মানীয় একজন। এবং অস্ট্রেলিয়ার হয়ে তার পারফর্ম করা সবসময় শীর্ষেই থাকে।‘
শ্রীলঙ্কার বিপক্ষে আজ, বুধবার ও শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ২ টি ওডিআই ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। যা চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে কাজ করবে।
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন দারউইশ, নাথান এলিস, জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেনসার জনসন, মারনাস লাবুশেইন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।
এমএইচ//