ফিলিস্তিনের গাজা নিয়ে এবার সুর আরও চড়া করলেন ট্রাম্প
ফিলিস্তিনের গাজা উপত্যকার ‘মালিকানা’ নেওয়ার ফের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। এবার জোরালোভাবে বলেছেন, গাজা কেনার কিছু নেই, আমরা এটি দখল করব।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাতশেষে ডোনাল্ড ট্রাম্প সাংবদিকদের বলেন, ‘আমরা গাজা পেতে যাচ্ছি। আমরা এটি দখল করবো।’ গাজায় ব্যক্তিগত সম্পত্তি তৈরি করার চেষ্টা করবেন বলেও তিনি জানান।
মার্কিন প্রেসিডেন্ট এর আগে বলেছিলেন, ‘গাজা দখল’ করলে সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে আসার অধিকার থাকবে না।
ওইদিন ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘ গাজার অধিবাসীরা এখন কীভাবে জীবনযাপন করছে তা দেখুন। বিশ্বের কেউই এমনভাবে জীবনযাপন করছে না। তারা এমন ভবনের নিচে বাস করছে যেগুলো বেশিরভাগই ধসে পড়েছে কিংবা ধসে পড়বে। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। পরিস্থিতি ভয়াবহ। গাজা উপত্যকার চেয়ে খারাপ পরিস্থিতি বিশ্বের আর কোথাও নেই।’
তবে মঙ্গলবার ভ্ন্নি সূরে তিনি বলেন, ‘আমরা অবশেষে এটি শুরু করতে যাচ্ছি, যেখানে মধ্যপ্রাচ্যের মানুষের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। এটি মধ্যপ্রাচ্যের মানুষের জন্য হবে। ’
এমআর//