ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে কৌশলী জবাব দিলেন জর্ডানের বাদশাহ

গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। স্থানীয় সময় মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে এক বৈঠকে ট্রাম্পের পাশে বসেই জর্ডানের বাদশাহ স্পষ্ট জানিয়ে দেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজা উপত্যকা পুনর্গঠন করা হবে।’
ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয় বলেও তিনি ট্রাম্পকে জানান।
বুধবার(১২ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট গাজাবাসীদের পুনর্বাসনের বিষয়ে বাদশাহ আব্দুল্লাহকে রাজি করানোর চেষ্টা করলে তিনি কৌশলী জবাব দেন।
বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বলেন, ‘গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে আমি জর্ডানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছি। এটিই ঐক্যবদ্ধ আরব অবস্থান। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্নির্মাণ এবং ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলা করা সকলের অগ্রাধিকার হওয়া উচিত।’
এসময় তিনি ট্রাম্পকে বলেন, মিশর এই অঞ্চলের দেশগুলো কীভাবে ট্রাম্পের সঙ্গে এই প্রস্তাবে ‘কাজ’ করতে পারে তার একটি পরিকল্পনা করছে।
আব্দুল্লাহ আরও বলেন, আমরা এখনই যা করতে পারি তা হল- ২০০০ ক্যান্সার আক্রান্ত শিশু যারা খুবই অসুস্থ অবস্থায় রয়েছে তাদের নিজেদের দেশে নিতে পারি।
এমআর//