আমার তো কবেই কথা বন্ধ হয়ে গেছে, বিচ্ছেদের পর মালাইকাকে অর্জুন
অসম বয়সের প্রেম, তবু একসময় মালাইকার প্রেমে হাবুডুবু খেয়েছেন অর্জুন কাপুর। দীর্ঘ ৫ বছর চুটিয়ে প্রেম করার পর শেষপর্যন্ত তাদের পথ আলাদা হয়েছে। গেলো বছরই নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করে মালাইকার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন সিলমোহর দেন অর্জুন কাপুর। তাতে মন ভাঙে অনুরাগীদের।
কিন্তু এখনও চর্চায় মালাইকা অরোরা ও অর্জুন কাপূরের সম্পর্ক। বলিউডে এক সময় ‘পাওয়ার কাপল’ হিসাবে পরিচিত ছিলেন মালাইকা ও অর্জুন। যদিও প্রথম দিকে সম্পর্ক আড়ালেই রেখেছিলেন তারা। মালাইকা সম্পর্ক নিয়ে সেই ভাবে মুখ খোলেননি। কিন্তু এক অনুষ্ঠানে গিয়ে জোর গলায় অর্জুন বলেছিলেন, তিনি এখন ‘সিঙ্গল’। তবে তার পরেও মালাইকার নাম জুড়ে রয়েছে তার সঙ্গে।
‘মেরে হাজ়ব্যান্ড কি বিবি’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত অর্জুন। ছবিতে অর্জুনের বিপরীতে রয়েছেন ভূমি পেডনেকর ও রকুল প্রীত সিংহ। এই ছবির প্রচারেই ভূমিকে নিয়ে অর্জুন পৌঁছে যান নাচের এক রিয়্যালিটি শোয়ে। সেই অনুষ্ঠানে বিচারকের আসনে সাধারণত থাকেন মালাইকা। সে দিনও ছিলেন। তাই ফের প্রাক্তন জুটি মুখোমুখি হন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের একটি ঝলক সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োও দেখা যাচ্ছে, মালাইকাকে তার অতি পরিচিত গান ‘মুন্নি বদনাম’ ও ‘ছইয়াঁ ছইয়াঁ’-র সঙ্গে নাচার জন্য ডেকে আনা হয়।
মঞ্চে নৃত্যরত মালাইকার শরীরী হিল্লোল দেখে করতালিতে ভরিয়ে দেন অর্জুন।
ঠিক এরপরই নাচ নিয়ে প্রশ্ন করা হলে অর্জুন মজা করে বলেন, ‘মেরি তো বোলতি বন্দ হো চুকি হ্যায় সালোঁ সে, ম্যায় আভি ভি চুপ রেহনা চাহতা হু (আমার বহু বছর ধরেই কথা বন্ধ হয়ে গিয়েছে, আর আমিও এখন চুপ থাকতে চাই)’। যা শুনে হেসে ফেলেন মালাইকাও। বলেন, ‘ও এই কথা…।’
ফের অর্জুন বলেন, তবে আমি একটা কথা বলতে চাই যে আমি এখানে আমার সমস্ত প্রিয় গান শোনার ও পারফরম্যান্স দেখার সুযোগ পাচ্ছি। আরও একটা কথা বলব, এই গানগুলির মালাইকার ক্যারিয়ারের একটা ঝলকও বলা চলে, তাই এটা ওঁকে শ্রদ্ধা জানানোও হল, তাই অভিনন্দন, মালাইকা। তুমি জানো এই সব গান আমি কতটা ভালোবাসি। তোমাকে এভাবে সেলিব্রেট করতে দেখে খুব ভালো লাগলো।
এই ঠাট্টা-তামাশার মাঝে হর্ষ লিম্বাচিয়ার কাছে মালাইকা নিজের পয়েন্ট কত তা জানতে চান। হর্ষ লিম্বাচিয়া জানান, যে তাঁর দুটি পয়েন্ট রয়েছে। এমন কথায়, রেমো জানান, ‘ও এমনভাবে তুলনা করছে যেন ট্রফি জিততে চলেছে। আর তখনই অর্জুন বলেন, ওঁর প্রতিযোগিতার কথা আমার চেয়ে ভালো আর কেউ জানে না’। ফের হর্ষ মালাইকাকে জিগ্গেস করেন, তিনি কি এবার কিছু বলতে চান? উত্তরে 'মাল্লু' বলেন, ‘কিছুই না, পরের কথায় যাও।’ অর্জুন ফের মজা করে বলেন, ‘তাহলেই বুঝেছেন, কেন বললাম, আমার কথা বলা বন্ধ হয়ে গিয়েছে।’
জেএইচ