খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফির চোটের মিছিলে যোগ দিলেন কিউই পেসার

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন বেন সিয়ার্স। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই পেসার। সিয়ার্স পাকিস্তানে নিউজিল্যান্ড স্কোয়াডের অংশ ছিলেন। করাচিতে দলের অনুশীলন চলাকালে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) হ্যামস্ট্রিংয়ে ব্যাথা অনুভব করেন তিনি।

স্ক্যানের পর দেখা যায় অন্তত দুই সপ্তাহের পুনর্বাসনে থাকতে হবে সিয়ার্সকে। নিউজিল্যান্ড ক্রিকেটের একটি বিবৃতিতে জানা যায়, এই অবস্থায় সিয়ার্সের পক্ষে গ্রুপ পর্বের কেবল শেষ ম্যাচ খেলা সম্ভব হবে। যে ম্যাচটি ভারতের বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত হবে, ২ মার্চ।

এমতাবস্থায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তই নেয়া হয়।

ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের দুইটি ম্যাচই খেলেছেন সিয়ার্স। যেখানে ১৬ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন তিনি। খরচ করেছেন ১০৪ রান।

সিয়ার্সের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজে থাকা আরেক পেসার জ্যাকব ডাফি চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পেয়েছেন। 

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন