দেশজুড়ে

প্রাইভেটকারে গ্যাস নিতে গিয়ে আগুন, শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

নারায়াণগঞ্জের রূপগঞ্জে একটি প্রাইভেটকার ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়ার সময় আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় প্রাইভেটকারের ভেতরে থাকা ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. জিহান। তার পিতা রূপগঞ্জের রূপসী এলাকার মো. শরীফ। জানা যায়, মা ও মামার সঙ্গে শিশু জিহান নরসিংদীতে তার খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল।  

জিহানের আত্মীয়রা জানান, বিকেলে শিশুটিকে নিয়ে তার মা ও মামা নরসিংদীতে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। রূপসী থেকে তাঁরা একটি প্রাইভেটকারে করে রওনা হন। পথে কর্ণগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার জন্য প্রাইভেটকারের চালক থামেন। গ্যাস নেওয়ার সময় শিশুটির মা ও মামা গাড়ি থেকে নেমে পড়েন। তখন গাড়ির ভেতরে ছিল শিশুটি। গ্যাস নেওয়ার সময় হঠাৎ প্রাইভেটকারটিতে আগুন লাগে। মুহূর্তেই ওই আগুন ছড়িয়ে পড়লে প্রাইভেটকারের ভেতরেই আগুনে পুড়ে শিশুটির মৃত্যু হয়।

শিশু জিহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ফিলিং স্টেশনটি ভাঙচুর চালান। এরপর পুলিশ এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান এই ঘটনা প্রসঙ্গে জানান, ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত জিহানের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন