শৈশবের প্রিয় দলের হয়ে এবার ফাইনাল খেলতে চান লোপেজ
'আমি তখন বাড়িতে ছিলাম, এল ক্যাম্পিলোতে। আমার বয়স ছিল ১২ বছর।'

বার্সেলোনা দল হিসেবে দারুণ ছন্দে আছে। সেই প্রমাণ মাঠের খেলায় দেখিয়ে যাচ্ছে তারা। সম্প্রতি বার্সার হয়ে খেলা তরুণ মিডফিল্ডার ফারমিন লোপেজ নিজ অনুভূতি প্রকাশ করেছেন। যেখানে তিনি বার্সেলোনাকে এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দেখার আশা ব্যক্ত করেছেন।
স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ট’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফারমিন।
সাক্ষাৎকারে তিনি ২০১৫ সালে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ের স্মৃতি তুলে ধরেন। এই ফুটবলার বলেন, ‘আমি তখন বাড়িতে ছিলাম, এল ক্যাম্পিলোতে। আমার বয়স ছিল ১২ বছর। এটা ছিল আমি ক্লাবে আসার আগের বছর। আমি আমার মা-বাবার সাথে খেলা দেখছিলাম, সাথে ভাইও ছিল। এটা খুবই সুখী এক মুহূর্ত ছিল। দিনশেষে আমি শিশুকাল থেকেই বার্সেলোনা ভক্ত। এটা দারুণ এক রাত ছিল।‘
‘(এই বছর) আমরা এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে থাকবো।‘
এই স্প্যানিশ মিডফিল্ডার আরও বলেন, ‘এটা সত্য যে, আমার সবসময় সামর্থ্য ছিল বক্সে প্রবেশ করা এবং ভালোভাবে শেষ করা। মৌসুমের প্রথম ভাগটা আমার জন্য ভালো যায়নি। তবে এখন আমি আরও বেশি আত্মবিশ্বাসী। কোচ আমাকে আরও সুযোগ দিচ্ছে, আমি চেষ্টা করছি দলকে সাহায্য করতে।‘
সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৫ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন ফারমিন লোপেজ।
এমএইচ//