না ফেরার দেশে চলে গেছেন শাহবাজ সানী

ইউটিউবার ও ছোট পর্দার অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন। ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অপূর্ব তার ভেরিফাইড ফেসবুক পেজে থেকে পোস্ট দিয়ে জানায়, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’
এ তরুণ অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুর কারণ নিশ্চিত ভাবে জানা যায়নি।
নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে ছোট পর্দায় যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী।
২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী।
এছাড়া তার অন্যান্য জনপ্রিয় নাটকগুলো হলো, ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।
এমএ//