আবহাওয়া

ফাল্গুনের মাঝেই বৃষ্টির বার্তা, বজ্রের গর্জনে কাঁপবে আকাশ

শীত বিদায় নিয়েছে, বসন্তের বাতাসে উষ্ণতার ছোঁয়া। তবে এর মধ্যেই প্রকৃতি যেন বদলে ফেলছে মেজাজ—সামনে অপেক্ষা করছে বজ্রসহ বৃষ্টি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি ও বজ্রপাত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে লঘুচাপের বর্ধিতাংশ, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, একই সঙ্গে তাপমাত্রায়ও আসতে পারে পরিবর্তন।

এ অবস্থায় সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

প্রকৃতির এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে আবহাওয়ার পূর্বাভাসের প্রতি নজর রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন