খেলাধুলা

বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ আজ

ছবি: বিসিবি

পাকিস্তানের করাচিতে ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। দুবাইয়ে, ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এর আগে আজ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশ সময় বিকেল ৩ টায় শুরু হচ্ছে ম্যাচটি। অবশ্য ম্যাচটি কোথাও সম্প্রচার করা হবে না, দর্শকদের দেখার কোনো সুযোগ নেই।

প্রস্তুতি ম্যাচের গুরুত্ব নিয়ে সম্প্রতি বিসিবি প্রকাশিত এক ভিডিওতে তানজিম হাসান সাকিব বলেন, প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয়- তা বোঝার চেষ্টা করব।

পাকিস্তান শাহীনসের যে দল বাংলাদেশের বিপক্ষে খেলবে, তারা কেউ চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন