সাবেক জনপ্রশাসনমন্ত্রীর স্ত্রী মোনালিসা ৩ দিনের রিমান্ডে
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলালীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম শারমিন নাহার এ আদেশ দেন ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর জানান, মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামানের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে ঢাকার ইস্কাটন থেকে গ্রেপ্তার করা হয়।
ওই মামলার আসামি হিসেবে তাকে আজ দুপুরে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। একইসঙ্গে সন্ত্রাসবিরোধী আইনে পলি খাতুন নামে এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন করলে আদালত তাকে তিনদিনের রিমান্ড এবং ওই মামলায় গ্রেপ্তারের আদেশ দেন
সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় গেলো ডিসেম্বরের শুরুতে বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার হন ফরহাদ হোসেনের বড় বোন শামীম আরা হীরা (৫০) ও তার স্বামী আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে (৫৫)।
তার আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানী ইস্কাটন এলাকা থেকেই সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ফরহাদ হোসেন ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর–১ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয়বার বিজয়ী হওয়ার পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০২৪ সালের নির্বাচনে তৃতীয়বারের মতো বিজয়ী হওয়ার পর তাকে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়।
জেএইচ