বাজারে আসছে শাওমির নতুন ফোন
শীঘ্রই বিশ্ব বাজারে আসছে শাওমি ১৫ সিরিজের স্মার্টফোন। চলতি বছরের মার্চে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা হবে এই স্মার্টফোনটি। চীনের বাজারে পাওয়া যাবে ২৬ ফেব্রুয়ারি থেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম, এক্স-এ শাওমির ভেরিফাইড একাউন্ট থেকে দেওয়া একটি পোস্ট থেকে জানা যায় মার্চের ২ তারিখে বিশ্বব্যাপী উন্মোচিত হবে শাওমি ১৫ সিরিজ।
স্পেনের বার্সোলনায় আয়োজিত হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে বাজারে আসতে যাচ্ছে এই স্মার্টফোনটি।
তবে উন্মোচনের আগেই রেন্ডার এবং স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে শাওমির এই ফ্লাগশিপ ডিভাইসটির।
রাশিয়ান ওয়েবসাইটে (Mobiltelefon.ru) শাওমি ১৫ আলট্রা-এর নকশা দেখা যাচ্ছে। ফাঁস হওয়া নকশায় দেখা যায়, ফোনটি কালো, সাদা এবং সাদা-কালো মিশ্র রঙে বাজারে পাওয়া যাবে।
ফাঁস হওয়া স্পেসিফিকেশন থেকে জানা যায়, ফোনটিতে কোয়ালকম-এর শক্তিশালী স্ন্যাপড্রাগন এইট এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়া ‘২কে’ কোয়াড-কার্ভ ডিসপ্লে, ৬ হাজার এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াটের চার্জার থাকবে।
ফোনটি ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে উন্মোচন করা হবে বলে জানা গেছে।
হরেক রকম সেন্সর দিয়ে সাজানো হয়েছে শাওমি ১৫ আলট্রার ক্যামেরা ইউনিট। এতে চারটি রিয়ার ক্যামেরা রয়েছে মূল সেন্সর ৫০-মেগাপিক্সেল ১-ইঞ্চি টাইপ সনি এলওয়াইটি-৯০০ সেন্সর। ক্যামেরা সেটআপে একটি ৫০-মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জেএন৫ আলট্রা ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, একটি ৫০-মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৫৮ টেলিফটো সেন্সর এবং ৪.৩x অপটিক্যাল জুম সহ একটি ২০০-মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল এইচপি৯ সেন্সর।
এমএ//