খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি প্রস্তুতি ম্যাচ

তাসের ঘরের মতো ভেঙে পড়লো উইকেট, চাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজদের ব্যাট আশা দেখিয়েছে বাংলাদেশকে। তাওহিদ হৃদয় ১৯ রানের বেশি করতে পারেনি। কিন্তু হঠাৎ করে হওয়া ব্যাটিং ধসে চাপে পড়ে গেছে লাল-সবুজের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৩০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ।

সৌম্য সরকার ৩৫ রান করে রানআউট হয়েছেন। তার আগে ফিরেছেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। এরপর মিরাজ ও হৃদয় মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। তবে হৃদয় ফিরলে, তাসের ঘরের মতো উইকেট ভেঙে পড়তে থাকে।

জাকের আলী অনিক, মুশফিকুর রহিমরা তাড়াতাড়ি বিদায় নেয়ায় চাপ তৈরি হয়। দারুণ ব্যাট করতে থাকা মিরাজ ফিরেছেন ৪৪ রান।

এখন ক্রিজে আছেন রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। প্রস্তুতি ম্যাচ হিসেবে স্কোয়াডের সবাইকেই খেলার অংশ রাখে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের আছে নির্দিষ্ট একাদশ। যে একাদশের কোনো খেলোয়াড় পাকিস্তান দলের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে নেই।

প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৬ রান করেই ফিরেছেন। তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র ব্যাটও হাসেনি। এই ব্যাটার ফিরেছেন ১২ রান করে। তবে আরেক ওপেনার সৌম্য সরকার চেষ্টা করেছেন ইনিংস বড় করতে।

অবশ্য সেই ইনিংসও বেশি বড় হয়নি। সৌম্য ব্যক্তিগত ৩৫ রান করে রানআউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন